নলছিটিতে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অভিযোগে এক ড্রেজার মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২০ এপ্রিল) সকাল ১১টার দিকে পৌরসভার খোজাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার।
এসময় অভিযুক্ত ড্রেজার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ১৫(১) ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করেন। জড়িতদের সতর্ক করে অবৈধ বালু উত্তোলন কারীদের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই উপজেলা নির্বাহী কর্মকর্তা।