Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

শুক্তাগড় ইউনিয়নের বিভিন্ন স্থানে ১৪টি সিসি ক্যামেরা স্থাপন

বৃহস্পতিবার, জুন ০২, ২০২২

/ by DNN24LIVE

রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নে অপ্রীতিকর ঘটনা এড়াতে, অপরাধীদের সনাক্ত করতে, ইউনিয়নের অভ্যন্তরে গতিবিধি নজরদারীতে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অধিকতর গুরুত্বপূর্ণ  জনবহুল স্থানে ১৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। 

ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার নিজ উদ্যোগে এবং অর্থায়নে গত রবি ও সোমবারে এসব সিসি ক্যামেরা স্থাপন করেছেন ।

ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার জানান, ঝালকাঠি সদর উপজেলা, কাউখালী উপজেলা ও রাজাপুর উপজেলার (৩উপজেলার) সীমান্ত বলার জোড় হাট এলাকায় ৪টি, ঝালকাঠি সদর উপজেলা ও রাজাপুর উপজেলার (২উপজেলার) সীমান্ত শ্রীমন্তকাঠি বালিকা বিদ্যালয়ের সামনে ২টি, বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের শুক্তাগড় ইউনিয়নের অন্তর্গত মোল্লারহাট বাজারে ২টি, পিংরি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় ২টি, প্রত্যন্ত এলাকা জগইরহাট বাজারে ২টি, শুক্তাগড় ইউপি ভবনের সামনে সাংগর এলাকায় ২টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।  

চেয়ারম্যান আরো জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে, অপরাধীদের সনাক্ত করতে, ইউনিয়নের অভ্যন্তরে গতিবিধি নজরদারীতে রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অধিকতর গুরুত্বপূর্ণ  জনবহুল স্থানে ১৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আরো বেশ কিছু জনবহুল স্থানে সিসি ক্যামেরা লাগানোর প্রস্তুতি রয়েছে। পরিকল্পনা অনুযায়ী সকল স্থানে শিঘ্রই সিসি ক্যামেরা স্থাপনের কাজ সম্পন্ন হবে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam