রাজাপুরে প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১২ টায় উপজেলা অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সমাবেশের আয়োজন করে।
সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোঃ আলমগীর হোসেন সরদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান এর সভাপতিত্ব করেন।
সামাজিক উন্নয়নে আনসার-ভিডিপিতে বিশেষ অবদান রাখায় ১০ জনকে পুরস্কারকৃত করা হয়।
বিশেষ অতিথি রাজাপুর উপজেলা পরিষদ ভাইস চেয়্যারম্যান আফরোজা আক্তার লাইজু,সহকারি কমিশনার (ভূমি) অনুজা মন্ডল, রাজাপুর থানার ওসি তদন্ত মোঃ মোস্তফা,উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবু ইউসুফ, রাজাপুর শাখার আনসার ও ভিডিপি ব্যাংক শাখা ব্যবস্থাপক মোঃ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা। উপজেলা প্রশিক্ষক মোঃ শফিকুল ইসলাম, সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজাপুর সদর ইউনিয়ন দলনেতা মোঃ সাইফুল ইসলাম সুমন, মঠবাড়ি দলনেত্রী সেলিনা পারভীন।