Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

নলছিটিতে দুই দলিল লেখকের সনদ স্থগিত

মঙ্গলবার, জুন ২১, ২০২২

/ by DNN24LIVE


নলছিটিতে পক্ষগনের যোগসাজশে ভুয়া দলিল সম্পাদন করায় দলিল লেখক মিজানুর রহমান পাপ্পু (সনদ নং-১০১) ও দলিল লেখক মো. আসলাম (সনদ নং-৭০) তাদের সনদ সাময়িক ভাবে স্থগিত করা হয়েছে। একই সাথে তাদের সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না তার জবাব চেয়ে আগামী ১০ কার্যদিবসের মধ্যে জেলা সাব রেজিষ্টার বরাবরে দাখিল করতে বলা হয়েছে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটির সাব-রেজিস্ট্রার মো. সালাউদ্দিন।

সূত্র মতে- দলিল লেখক মো. আসলাম ২০২১ সালের সেপ্টেম্বর মাসের ৯ তারিখে পক্ষগনের সাথে যোগসাজশে সরকারি কৃৃষি বন্দোবস্ত দলিলের ১৩ নং শর্ত অনুযায়ী হস্তান্তর যোগ্য না হওয়া সত্বেও জাল খতিয়ান ও জাল খাজনা দাখিলা তৈরি করে একটি দলিল রেজিষ্ট্রি সম্পাদন করেন। একই সালের এপ্রিল ও মে মাসে সম্পত্তির মালিকানা নিশ্চিত না হয়ে পক্ষগনের যোগসাজশে দুটি ভুয়া দলিল রেজিষ্ট্রি করেন মো. মিজানুর রহমান।

এছাড়া আরেক দলিল লেখক মো. আল আমিন ২০২০ সালের অক্টোবর মাসের ৩০ তারিখ একটি দলিল রেজিষ্ট্রি করেন যার ভিতরে একজন দাতা সরকারি তালিকাভুক্ত মানসিক ও বাকপ্রতিবন্ধী রয়েছেন। দলিল লেখক মো. আল আমিনকে তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না সেই মর্মে আগামী দশ কার্য দিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam