ঝালকাঠি সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামে সাপের কামড়ে ইব্রাহিম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার
(১২ অক্টোবর) সকালে ঝালকাঠি সদর
উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহিম উপজেলার বাড়ৈয়ারা গ্রামের কাঠ মিস্ত্ৰী মোঃ সেলিম হাওলাদার এর
ছেলে।
পারিবারিক
সূত্রে জানা গেছে, গতকাল
মঙ্গলবার রাত্রে খাবার খেয়ে
গুমিয়ে পরে আর গুমের ঘরেই ইব্রাহিম
কে বিষধর সাপে কামড়
দেয়। এতে
ইব্রাহিম অসুস্থ হয়ে পড়লে
স্থানীয় ওঝার কাছে নিয়ে
যাওয়া হয়। পরে
অবস্থার অবনতি হলে বুধবার
সকালে বরিশাল হসপিটালে নিয়ে
গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।