রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালি গ্রামে নাজমিন বেগম (২৬) নামের এক নারী গত সোমবার একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল থেকে পর্যায়ক্রমে এক এক করে সেই তিন নবজাতক মৃত্যু বরণ করে।
নাজমিন
চারাখালি গ্রামের হারুন
জোমাদ্দারের মেয়ে।৭ বছর আগে
পিরোজপুরের হুলারহাট এলাকার মৃত সোবাহানের
ছেলে রিক্সাচালক ইউনুচ হাওলাদারের সাথে
পারিবারিকভাবে বিয়ে হয় নাজমিনের। এর
আগে নাজমিনের চার বছরের এক
কন্যা সন্তান রয়েছে।
বর্তমানে
নাজমিন অসুস্থ আবস্থায় স্থানীয়
একটি ক্লিনিকে ভর্তি রয়েছে।
গালুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ ইলিয়াস ফরাজী জানান, বৃহস্পতিবার সকাল থেকে পর্যায়ক্রমে এক এক করে তিন নবজাতকই মৃত্যু বরণ করে এবং মা নাজমিনও অসুস্থ হয়। নাজমিনকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।