Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে বন্ধুসভা'র চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২

/ by DNN24LIVE

প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে ঝালকাঠি বন্ধুসভার বন্ধুরা চিত্রাঙ্কনের পাশাপাশি আনন্দ ও একসঙ্গে খাওয়াদাওয়া তাদের গল্প শুনেন বন্ধুরা

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ঝালকাঠির স্থানীয় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বন্ধুসভা’র চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজনে বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুন্নেছা বলেন, মানবিক এই বন্ধুদের সাথে মিলিত হয়ে তারা বেশ আনন্দ অনুভব করেন। এতে করে তাদের আরো বিকাশও সাধিত হয়।

এসময় বন্ধুসভার উপদেষ্টা আ.স.ম. মাহমুদুর রহমান পারভেজ, হাসান মাহমুদ, বন্ধুসভার সাধারণ সম্পাদক সাব্বির হোসেন রানা সহ বন্ধুসভার অন্যান্য বন্ধুরা উপস্থিত ছিলেন।

চিত্রাঙ্কনের বিশেষ আয়োজনে সহযোগিতা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোসাঃ শিরিনা আক্তার, সহকারী শিক্ষক নিপেন মন্ডল, ইসরাত জাহান, মোঃ আনোয়ার হোসেন, দিলরুবা সুলতানা, শিক্ষা সহকারী সুপ্রিয়া দাস, কাওছার পারভিন রিনা, রসনা।

চিত্রাঙ্কনের বাছাই শেষে বিজয়ী হিসেবে ৬জনকে নির্বাচিত করা হয়। তারা হলেন হাসিব মৃধা, নুসরাত জাহান হাসি, ইয়াছিন তারেক খলিফা, রমজান, ফাহিম রহমান, মিম আক্তার।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam