কাঁঠালিয়ার
২০০৫ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে
থানা পুলিশ।
মঙ্গলবার
ভোর পোনে ৫টায় উপজেলার আমুয়ার তুষার চত্বরে পথরঘাটাগামী ইসলাম পরিবহন থেকে মো: শুভ
হাওলাদার নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
শুভ
হাওলাদার মঠবাড়ীয়া উপজেলার বড় মাছুয়া গ্রামের মো: মোস্তফা হাওলাদারের ছেলে।
এবিষয়ে
ঝালকাঠি পুলিশ সুপারের সভা কক্ষে আজ বিকেল তিনটায় একটি প্রেসব্রিফিং করা হয়।
ব্রিফিংয়ে পুলিশ সুপার জানায়, গতকাল এএসআই মো: সোলাইমান ইসলাম সোহাগের নেতৃত্বে পুলিশের একটি টিম রণপাহাড়া দিচ্ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুষার চত্বরে ঢাকা থেকে আসা পথরঘাটাগামী ইসলাম পরিবহনে আভিযান চালায় । পরে তল্লশি চালিয়ে মো: শুভ হাওলাদার নামে ওই যুবকের কাছ থেকে ২০০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক আইনে থানায় একটি মামলা হয়েছে। শুভকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।