Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

গুয়াটন পোস্ট মাস্টার কাছ থেকে ১১৫ পিচ জাল রেভিনিউ স্টাম্প উদ্ধার

মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩

/ by DNN24LIVE


খাইরুল ইসলাম, ঝালকাঠি: সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের গুয়াটন ডাকঘরের পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেনের কাছ ১১৫ খানা জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প জব্দ করা হয়েছে

ডাক বিভাগের পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার মঙ্গলবার দুপুর ১২টায় গুয়াটন শাখা ডাকঘরের অস্থায়ী কার্যালয়ে নিয়মিত পরিদর্শন কালে জাল রেভিনিউ ষ্টাম্প জব্দ করে বিষয়ে বেলায়েত হোসেনকে তাৎক্ষনিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত জাল রেভিনিউ ষ্টাম্প নিজের কাছে রাখা দীর্ঘ দিন ধরে জাল রেভিনিউ ষ্টাম্পের ব্যবসার কথা স্বীকার করে

নতুন বছরের শুরুতে ঝালকাঠি  ডাক বিভাগের বিভাগীয় পরিদর্শক শেখেরহাট ইউনিয়নের গুয়াটন শাখা ডাকঘর পরিদর্শনে গেলে বরাদ্দকৃত সরকারী রেভিনিউ ষ্টাম্পের চেয়ে বেশী টাকার হিসাব দেখালে বিষয়টি ধরা পরে এসময় স্থানীয় বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে  তল্লাশীকালে কাগজপত্রের নীচের একটি ফাইলের মধ্য থেকে ১১৫ খানা জাল সরকারী রেভিনিউ ষ্টাম্প পাওয়া যায় এনিয়ে জিজ্ঞাসাবাদের পর শাখা পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন লিখিত ভাবে স্বাকারোক্তি প্রদান করে কৌশলে পালিয়ে যান আত্মগোপনে থেকে পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেন মোবাইল ফোনে কর্মকর্তাকে বিষয়টি মিটমাটের জন্য অনুরোধ করেন

বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ঝালকাঠি থানায় গুয়াটন শাখা পোষ্ট মাষ্টার বেলায়েত হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান পরিদর্শক মোঃ রিয়াজ হাওলাদার

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam