Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

থামানো পিক-আপে সিএনজির ধাক্কা, শিশু নিহত

বৃহস্পতিবার, জানুয়ারি ২৬, ২০২৩

/ by DNN24LIVE


ঝালকাঠিতে রাস্তার উপর রাখা পিক আপের সাথে সিএনজির ধাক্কা লেগে মারজান নামের এক শিশু নিহত হয়েছে এসময় আহত হয়েছেন সিএনজিতে থাকা আরো চার যাত্রীবৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল টায় প্রতাপের ডাপর এলাকায় দুর্ঘটনা ঘটে শিশু মারজান সদর উপজেলার জয়সি গ্রামের চান মিয়ার ছেলে

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সিএনজি করে বরিশাল থেকে ঝালকাঠিতে আসার পথে প্রতাপ ডাপর এলাকায় রাস্তার উপরে থাকা একটি পিকের সাথে সিএনজির ধাক্কা লাগে। এসময় আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু মারজানকে মৃত্যু ঘোষণা করেন। আহতদের অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঝালকাঠি সদর হাসপাতাল থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam