Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

পুকুর থেকে পুরাতন ব্রিজের রড উদ্ধার

শুক্রবার, জানুয়ারি ২৭, ২০২৩

/ by DNN24LIVE


ঝালকাঠি সদর উপজেলার রমজানকাঠি গ্রামের একটি পুকুর থেকে পুরাতন ব্রিজের রড উদ্ধার করা হয়েছে

বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) বিকাল ৩টায় গ্রাম পুলিশের সহায়তায় রমজানকাঠির সাবেক মেম্বর চুন্নু শরীফের বাড়ির পুকুর থেকে ৩৫ পিচ রড উদ্ধার করে জানায় স্থানীয় চেয়ারম্যান।

উদ্ধাকৃত রডের আনুমানিক মূল্য ১০/১৫ হাজার টাকা, বর্তমানে চেয়ারম্যানের তত্ত্বাবধানে রয়েছে।

গ্রাম পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান জানায়, সাবেক ইউপি সদস্য মনিরুজ্জামান চুন্নু শরীফের বাড়ির দরজার পুরাতর ব্রিজ ভেঙ্গে নতুন গাডার ব্রিজ নির্মাণের কাজ চলছে। পুরাতন ব্রিজের লোহার এঙ্গেল ও রড সাবেক মেম্বর মনিরুজ্জামান চুন্নু শরীফের হেফাজতে ছিল।

গাভারামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মাওলা মাসুম শেরওয়ানী জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে গ্রাম পুলিশের ও স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে ব্রিজটির পাশের বিভিন্ন জায়গায় অভিযান চালায় চেয়ারম্যান। এসময় সাবেক মেম্বরের বড় ভাইয়ের পুকুর ও ছোট খাল থেকে ৩৫ পিচ রড উদ্ধার করে। রড বর্তমানে ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করে রাখা আছে।

ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ ও সংশ্লিষ্ট এলজিইডি কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং থানায় লিখিত অভিযোগ দেয়ার প্রস্তুতি চলছে। এছাড়াও তিনি সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উক্ত ঘটনার সাথে জড়িত দোষীদের আইনের আওতায় এনে বিচার দাবী করেন।

এ ব্যাপারে মুঠোফোনে সাবেক মেম্বর মনিরুজ্জামান চুন্নু শরীফ জানান, “আমার বাড়ির দরজার পুরাতন ব্রিজের রড ছিল যা চেয়ারম্যান নিয়ে যায়। বৃহস্পতিবার চেয়ারম্যান দফাদার ও চৌকিদার নিয়ে আমার বড় ভাইর পুকুর থেকে পুরাতন ব্রিজের কিছু রড উদ্ধার করেন। এই রড পুকুরে কে বা কাহারা রেখেছে আমরা জানি না।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam