Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ ঝালকাঠিতে ২ লাখ টাকার মৃত্যুদাবী চেক হস্তান্তর

সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩

/ by DNN24LIVE


ঝালকাঠি: বন্ধবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে সাধারন বীম কর্পোরেশনের পরিচালিত বঙ্গবন্ধু সুরক্ষা বীমা কর্মসূচীর আওতায় ঝালকাঠি শাখার এক গ্রাহকের পরিবারকে মৃত্যুদাবী লাখ টাকার চেক আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়েছে

সোমবার সকাল ১১টায় শহরের কোর্টরোডস্থ সাধারন বীম কর্পোরেশনের ঝালকাঠি শাখা কার্যালয়ে বঙ্গবন্ধু সুরক্ষা বীমা কর্মসূচীর গ্রাহক ষাইটপাকিয়া গ্রামের মোঃ শাকিল মাঝি গত ৩১জুলাই মৃত্যুবরন করলে তার নমিনি স্ত্রী চাঁদনী আক্তারের হাতে মৃত্যুদাবীর ২ লাখ টাকার চেক তুলে দেন প্রধান অতিথি খুলনা জোনাল অফিসের এজিএম মোঃ মশিউর রহমান।

এসময় তিনি সবাইকে বার্ষিক মাত্র ১১৫ টাকা বীমা করার বিনিময়ে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ কর্মসূচীর গ্রাহক হওয়ার আহবান জানান এবং এ বীমা পলিসির মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধার বিস্তারিত তুলে ধরেন।

ঝালকাঠি জেলা শাখার ম্যানেজার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান একেএম আব্দুল হক, জনতা ব্যাংকের ম্যানেজার প্রদীপ কুমার বিশ্বাসসহ ঝালকাঠি শাখা অফিসের সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam