Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

সাইদী প্রেমী নব্য আ’লীগ মোজাম্মেলের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসেছে দলীয় নেতাকর্মীরা

বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩

/ by DNN24LIVE

ঝালকাঠি প্রতিনিধি: কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে সাইদী প্রেমী নব্য আ’লীগ ও সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মল্লিকের বিতর্কিত কর্মকান্ডে ক্ষোভে ফুঁসেছে স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীরা। সম্প্রতি অনুষ্ঠিত ওয়ার্ড কমিটির বর্ধিত সভায় সে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষনা করলেও ইউনিয়ন আ’লীগ ও অংগসংগঠনের নেতকর্মীরা এধরনের কর্মকান্ডে জড়িত ব্যক্তিকে আ’লীগে অনুপ্রবেশের সুযোগ না দিতে ইউনিয়ন ও উপজেলা আ’লীগ নেতাদের কাছে দাবী জানিয়েছে। 

অভিযোগে জানাগেছে, গত ৪আগষ্ট বিকালে পাটিখালঘাটা ইউনিয়নের কচার হাটবাজারে ৪নং ওয়ার্ডে উপজেলা আ’লীগ নেতাদের উপস্থিতিতে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যক্তিস্বার্থ সিদ্ধির লক্ষে নব্য আ’লীগ সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক মল্লিক ওয়ার্ড কমিটির সভাপতি হতে তৎপরতা চালায়। অথচ ১৫ আগষ্ট তিনি তার ফেসবুক আইডিতে সাইদীর মৃত্যু নিয়ে দেয়া এক আবেগঘন ষ্ট্যাটাস ব্যাপক ভাইরাল হলে স্থানীয় আ’লীগ নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

এঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক বাহাদুর জমাদ্দার জানায়, সাবেক মেম্বার মোজাম্মেল হক কোন দিন আ’লীগ করেনি বা কোন দিন সাধারন সদস্যও ছিলনা। ১৭বছর পর বিদেশে থেকে দেশে ফিরে সে ইউনিয়ন আ’লীগে পদপদবী চাচ্ছেন। কিন্তু তিনি বিএনপি সভাপতির সাথে চলাচল করেন ও সাইদীর পক্ষে ফেসবুকে পোষ্ট দেন যেটা এলাকার সবাই জানে।

ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আল মাসুদ রানা জানায়, সাবেক মেম্বার মোজাম্মেল হক কোন দিন দলের সাথে জড়িত ছিলনা। সে বিএনপির লোকজনের সাথে চলাফেরা করে। বিএনপির কর্মসূচীতে তিনি টাকা পয়সাও দেন বলে শুনেছি। তাকে দলে নেয়া বা না নেয়া উপজেলা আ’লীগের নেতারাই সিদ্ধান্ত নেবেন।

এদিকে ৪নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী কামাল জমাদ্দার বলেন, আমরা সারাজীবন দল করে স্থানীয় পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করেছি। এখন দল যদি আমাদের বদলে নব্য, সুবিধাবাদী কাউকে সভাপতি বানায় তাহলে দলের পুরনো নেতাকর্মীদের দু:খ প্রকাশ করা ছড়া কিছু থাকেনা। দেখা যাক উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ কি করেন।

এ ব্যাপারে পাটিখালঘাটা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ইউপি চেয়ারম্যান শিশির দাস জানায়,দীর্গ দিন বিদেশে থাকার পর সে দেশে ফিরে এখোন আওয়ামীলীগের রাজনীতি করতে চাচ্ছে। তবে দলের অনেক নেতাকর্মী আমাদেও কাছে কয়েক দিন আগে তার বিরুদ্ধে ১৫ আগষ্ট সাইদীকি নিয়ে ফেসবুকে পোষ্ট দেয়া ও বিএনপির লোকের সাথে চলাফেরার অভিযোগ করেছে। এবিষয় উপজেলা নেতৃবৃন্ধও অবগত রয়েছে তাই তাদের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।


Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam