Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

পৌর কাউন্সিলর কামাল শরীফের প্রতিবাদ

মঙ্গলবার, সেপ্টেম্বর ১২, ২০২৩

/ by DNN24LIVE

 


ঝালকাঠি: গত ১২ সেপ্টেম্বর ২০২৩ রোজ মঙ্গলবার দৈনিক যুগান্তরের দ্বিতীয় পাতার তৃতীয় কলামে “ঝালকাঠিতে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান দখলের অভিযোগ” শীর্ষক প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর  জেলা যুবলীগের যুগ্নআহবায়ক মোঃ কামাল শরীফ। এক প্রতিবাদ লিপিতে কামাল শরীফ বলেন, প্রকাশিত সংবাদের বক্তব্য আদৌ সত্য নয়, বরং ঢাকা জাতীয় প্রেসক্লাবে জনৈক  মোহাম্মদ সাঈদ এর সংবাদ সম্মেলনের উদ্বৃতি দিয়ে মিথ্যা বানোয়াট এবং অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হয়েছে। ঝালকাঠি পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর কামাল শরীফ কখনও কারো ব্যবসা প্রতিষ্ঠান বা জমি দখল করেন নাই। মোহাম্মদ সাঈদ ঝালকাঠি শহরের ৪নং ওয়ার্ডের তুলাপট্রি মদিনা মসজিদ গলির যে, জমি দখলের অভিযোগ কামাল শরীফের বিরুদ্ধে করা হয়েছে সে জমি ঝালকাঠি সিনিয়র সহকারী জজ আদালতের দেওয়ানী মামলা নং ৩২৭/২৩ এর  সোলেনামা রায়-ডিক্রীমূলে মালিক মোঃ কামাল শরীফ।

গত ২১ আগস্ট সিনিয়র সহকারী জজ পল্লবেশ কুমার কুন্ডু এ রায় ও ডিক্রী প্রদান করেন। তুলাপট্রির ওই জমির মূল মালিক  দেলোয়ার হোসেন এর মৃত্যুতে তার একমাত্র পুত্র মাজহারুল ইসলাম ও একমাত্র কন্যা দিলরুবা খানমের আমামোক্তার তোফাজ্জেল হোসেন সম্প্রতি সরজমিন কামাল শরীফকে জমির দখল বুঝিয়ে দেন। ওই জমির ওপর দীর্ঘদিনের ভাড়াটিয়া পিযুষ চন্দ্র সাহা  “সাহা বস্ত্রালয়” নামে একটি কাপড়ের দোকান পরিচালনা করে আসছিলেন। তিনি কামাল শরীফের সাথে ভাড়াটিয়া হিসেবে নতুনভাবে চুক্তিবদ্ধ হন।

কামাল শরীফ প্রতিবাদ লিপিতে আরও দাবী করেন একটি কুচক্রীমহল তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে নানা ধরণের অপপ্রচার ও ষড়যত্রে লিপ্ত রয়েছে। এসব ষড়যন্ত্রের অংশ হিসেবে জনৈক মোহাম্মদ সাঈদকে দিয়ে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করানো হয়েছে।

মোঃ কামাল শরীফ

ঝালকাঠি পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam