Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

১৫শত অসহায় শীতার্থদের কম্বল দিলেন ঝালকাঠির গরীবের সুলতান

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৭, ২০২০

/ by DNN24LIVE


মহান বিজয় দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্বেগে ১৫শত অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতারণ করেছেন গরীবে সুলতান ক্ষ্যাতো শাহী ৯৯ জর্দ্দা কম্পানির এমডি ও জাতীয় শ্রমীক লীগের ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি শামীম আহম্মেদ।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বার) বিকালে শামীম আহম্মেদের আয়োজনে উদ্ভোধন মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫শত অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতারণ করা হয়।

জাতীয় শ্রমীক লীগের ঢাকা মহানগর উত্তর এর সহ-সভাপতি শামীম আহম্মেদ অনুষ্ঠানে সভাপতিত্বি করেন।

এতে ১৪ দলের মখপাত্র ও সমন্বায়ক ও ঝালকাঠি নলছিটি দুই আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি) ভার্চুয়াল সংযুক্ত হয়ে প্রধান আতিথির বক্তব্য দেন।  

বিশেষ অতিথি হিসেবে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ন সম্পাদক তরুণ কর্মকার, ব্যাবসায়ী আরিফুর রহমান, রাজিবুল হকসহ অওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। 

জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিল সঞ্চালনা করেন।


Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam