পাবলিক প্লেস ও পাবলিক পরিবহনে ধূমপান রোধ এবং তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন বন্ধে ঝালকাঠিতে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২০) ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠিত জেলা তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্ক ফোর্স কমিটির ত্রৈমাসিক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জেলা প্রশাসক মোঃ জোহর আলী সভায় সভাপতিত্ব করেন।
এসময় স্বাস্থ্যশিক্ষা কর্মকর্তা গৌতম কুমার দাস ও টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
