Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

আজও ঝালকাঠিতে সর্বনিম্ন ১২ ডিগ্রি, থাকবে বাতাশ

সোমবার, ডিসেম্বর ২১, ২০২০

/ by DNN24LIVE


আবহাওয়া আপডেট অনুযায়ী ঝালকাঠিতে রৌদ্রোজ্জ্বল থাকলেও কনকনে শীতের দাপট ছিল জেলা জুরে আজ ভোর থেকে ১০টা পযর্ন্ত সূর্যের দেখা না মেললেও খানিকটা পরে হেসেছিল সুর্য মামাতবে আকাশ ছিল মাঝে মাঝে কুয়াশাছ্ন্ন ঘোমট মুখো

আবহাওয়া অফিস বলছে, ঝালকাঠিতে সোমবার বিকেল থেকে তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সন্ধায় ১২ ডিগ্রি সেলসিয়াস সাথে বাতাস বাড়বে ফলে গতদিনের চেয়ে শীত বাড়তে পারে

বাতাশে সূক্ষ্ম দূষণকারী কণা শ্বাসের সাথে প্রবেশযোগ্য  যা ফুসফুস রক্তধারায় প্রবেশ করতে পারে, যার ফলস্বরূপ স্বাস্থ্যের গুরুতর সমস্যা হতে পারে সবচেয়ে তীব্র প্রভাব পড়ে ফুসফুস হৃৎপিণ্ডের ওপরে সংস্পর্শের ফলস্বরূপ কাশি বা শ্বাসকষ্ট, হাঁপানির অবনতি এবং শ্বাসযন্ত্রের দীর্ঘস্থায়ী রোগ হতে পারে তাই সাবধানে তাকাটাই জরুরি।

আগের দিন রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়া কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam