Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী কুলকাঠির জনপ্রীয় ছাত্রনেতা ’সজল’

বৃহস্পতিবার, ডিসেম্বর ১৭, ২০২০

/ by DNN24LIVE


আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নলছিটি উপজেলার ৩নং কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা মোঃ সজল সিকদার তরুণ উদীয়মান এই ছাত্রলীগনেতা নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়নবাসীকে আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন রাজনীতি সমাজসেবায় নিজেকে নিয়োজিত রেখে সবসময় সাধারণ মানুষের পাশে থাকায় সজল সিকদার  নামটি এখন বেশ পরিচিত

সজল সিকদার কুলকাঠি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, বঙ্গবন্ধু আওয়ামী আইন ছাত্র পরিষদ ঝালকাঠি শাখার সাধারণ সম্পাদক, ন্যাশনাল ইউনিটি মানবাধিকার ফেডারেশন নলছিটি শাখার আইন  বিষয়ক সম্পাদক , , নং ওয়ার্ডের সাবেক মহিলা ইউপি চেয়ারম্যান নেত্রী নাজমা সিকদারের ছোট ছেলে

এক প্রতিক্রিয়ায় সজল সিকদার  জানান, জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে লালন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভালোবাসে কুলকাঠি ইউনিয়নবাশীর সেবা করার লক্ষে আমি দলীয় মনোনয়ন প্রত্যাশা করছি যদি আমার অভিভাবক ১৪ দলের সমন্বয়ক মুখপাত্র আমির হোসেন আমু মহোদয় আমাকে মনোনয়ন দেন তরুণদের প্রতিনিধি হিসাবে আমি ডিজিটাল একটি আধুনিক ইউনিয়নে রুপান্তর করবো ইনশাআল্লাহ এবং জামাতও দূনির্তীবাজ মাদক ব্যবসায়ীসহ সেবনকারীদের রাজত্ব ইউনিয়ন থেকে মুছে ফেলাই আমার মুল লক্ষ্য

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam