ডাক দিয়েছে শামিম ভাই ঘরে থাকার সময় নাই স্লোগানে বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে ঝালকাঠিতে দশ হাজার লোক নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেস করেছে শাহী ৯৯ জর্দ্দা কম্পানির চেয়ারম্যান মো: শামীম আহম্মেদ। ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে দক্ষিনাঞ্চলের সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল ও সমাবেস ছিল এটি।
শুক্রবার
(১৮ ডিসেম্বর) বিকালে শাহী ৯৯ র্জদ্দা কম্পানির চেয়ারম্যান ও ঢাকা মহানগর উত্তরের জাতীয়
শ্রমীক লীগের সহ সভাপতি মো: শামীম আহম্মেদের নেতৃত্বে কুমারপট্টি এলাকা থেকে বিক্ষোভ
মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সদর চৌমাথায় এসে সমাবেস করে।
সমাবেসে
বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ন
সম্পাদক তরুন কর্মকার ও ঢাকা মহানগর উত্তরের জাতীয় শ্রমীক লীগের সহ সভাপতি মো: শামীম
আহম্মেদ।
বিক্ষোভ
মিছিলে ঝালকাঠির দশ হাজার সাধারণ জনতা বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানায়।
