নলছিটির আলোচিত আনিচ বিশ্বাস ওরফে (রুম্মান) হত্যাকারীদের বিচারের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাশী।
বৃহস্পতিবার
সকাল
সাড়ে
১০টায়
নলছিটির
দপদপিয়ার
জিরোপয়েন্ট
এলাকায়
অবরোধ
করে
বিক্ষোভ
করে
তারা।
বিক্ষোভকারী
সাধারণ জনতা এসময় রাস্তায় টায়ার জ্বালিয়ে
সকল
ধরনের
যানবাহন
চলাচল
বন্ধ
করে
দেয়। সড়কের
উভয়
দিকে
যানবাহন
আটকে
পরে। আত্বীয়-স্বজনসহ
বিক্ষোভকারীদের
শ্লোগানে রুম্মান
হত্যাকারীদের
গ্রেফতারসহ
দ্রুত
বিচারের
দাবী
জানায়।
এদিকে
ঝালকাঠির অতিরিক্ত
পুলিশ
সুপার
(সদর
সার্কেল)
প্রশান্ত
কুমার
দে
ও
নলছিটি
থানার
ইন্সপেক্টর
(তদন্ত)
আব্দুল
হালিম
তালুকদার
ঘটনাস্থানে
বিক্ষোভকারীদের
সাথে
কথা
বলেন
এবং
হত্যাকারীদের
দ্রুত
গ্রেফতারের
আশ্বাস
দেন।
উল্লেখ্য গত রবিবার দিবাগত রাতে আনিস বিশ্বাস রুম্মানকে তার নিজ বাড়ির সামনে কুপিয়ে হত্যা করে। পরের দিন চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২জনকে আসামী করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।