Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে দশ বছর শ্রম বেতন না পাওয়ায় হতাশ (ভিডিও)

সোমবার, ফেব্রুয়ারী ০৮, ২০২১

/ by DNN24LIVE


প্রতিষ্ঠার  ১০ বছর আর স্বীকৃতির লাভের বছর পেরিয়ে গেলেও এখনো এমপিওভুক্ত হয়নি ঝালকাঠির সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলটি। বিনা বেতনে দশ বছর ধরে শ্রম দিয়ে যাচ্ছেন স্কুলের শিক্ষক কর্মচারিরা ২০১১ সালে প্রতিষ্ঠিত স্কুলটি এখনও হয়নি এমপিওভূক্ত কবে হবে নিশ্চয়তা নেই তারও বেতন না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন প্রতিষ্ঠানটির ১৮ জন শিক্ষক কর্মচারি

বক্সপপ-১

জেলা প্রশাসনের দেয়া তিন হাজার তিনশ বর্গফুট জায়গায় ২০১১ সালের ৮ই অক্টোবর শহরের কোর্ট রোডে গড়ে তোলা হয় ঝালকাঠি সুইড বাংলাদেশ বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলটি ২০১৫ সালের ২৩ শে নভেম্বর পায় স্বীকৃতি বর্তমানে প্রতিষ্ঠানটিতে ১৭১ জন শিক্ষার্থীর জন্য ১১ জন শিক্ষক জন কর্মচারি কর্মরত আছেন প্রতিষ্ঠার পর থেকেই এখানকার শিক্ষক কর্মচারিরা বিনা বেতনে কাজ করে যাচ্ছেন

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জানান, অনেক আশা নিয়ে সবাই কাজ করে আসলেও এখন অনেক শিক্ষক কর্মচারিই বেতন না পাওয়ায় হতাশ

এমপিওভুক্তির চেষ্টা অব্যাহত রয়েছে, এসব শিক্ষা প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের মূল জনগোষ্টিতে পুর্নবাসনে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির সভাপতি

https://www.youtube.com/watch?v=dq3FLTGxppw

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam