Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

ঝালকাঠিতে শেখ রাসেলের জন্মদিনে দু:স্থ শিশুদের বস্ত্র বিতরণ

সোমবার, অক্টোবর ১৮, ২০২১

/ by DNN24LIVE


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন এবং ‘শেখ রাসেল দিবস ২০২১’ উপলক্ষে ঝালকাঠিতে দু:স্থ শিশুদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে প্রায় অর্ধশতাধিক দু:স্থ শিশুর মাঝে বস্ত্র বিতরণ করেন ঝালকাঠি শহর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক, সমাজ সেবক মো. ছবির হোসেন।

বৃষ্টি উপেক্ষা করে শহরের বাসন্ডা ব্রীজ সংলগ্ন বেদে পল্লীসহ বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক দু:স্থ শিশুর মাঝে বস্ত্র তুলে দেন মানবিক মো. ছবির হোসেন

এব্যাপারে ঝালকাঠি শহর যুবলীগের যুগ্ম-আহবায়ক, সমাজ সেবক মো. ছবির হোসেন, ‘ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন এবং ‘শেখ রাসেল দিবস ২০২১’ উপলক্ষে আমি ব্যক্তিগত ভাবে অর্ধশত দু:স্থ শিশুর মাঝে বস্ত্র বিতরণ করেছি।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam