Responsive Ad Slot

Weather - Tutiempo.net

Latest

latest

কেওড়ায় ইউনিয়নে করোনা টিকার ২য় ডোজ দেয়া হবে বৃহস্পতিবার

মঙ্গলবার, অক্টোবর ২৬, ২০২১

/ by DNN24LIVE

করোনার ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের অশং হিসাবে ২য় ডোজের কার্যক্রম আগামী ২৮ অক্টবর কেওরা ইউনিয়ন পরিষদ কার্যলয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইউনিয়নটির জন সাধারনের অবগতির জন্য কেওড়া ইউনিয়ন পরিষদ এর ফেজবুক পেইজে এ সংক্রান্ত একটি পোস্টে চেয়ারম্যান আবু সাইদ খান ওই দিন সকালে সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

তাতে বলা হয় গত ২৮/০৯/২১ ইং তারিখে বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন যাহার প্রথম ডোজ গ্রহন করিয়াছেন সেই ডকুমেন্ট সাথে নিয়ে সকাল-৭.৩০ মিনিট থেকে পরিষদ কার্যলয়ে উপস্থিত থাকার জন্য বলা হইল।

আবু সাইদ খান

চেয়ারম্যান

৪ নং কেওড়া ইউনিয়ন পরিষদ

ঝালকাঠি সদর।

Don't Miss
©dnn24live all rights reserved
design by khyrul islam