বছর শেষ হতে বাকি আর মাত্র এক দিন। এই এক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমে যেতে পারে। অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা। নতুন বছরের প্রথম দিন থেকে রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। এর কয়েক দিন পর রয়েছে শৈত্যপ্রবাহের সম্ভাবনা।
জানুয়ারি মাসে দুই থেকে তিনটি শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এরমধ্যে একটি তীব্র শৈত্যপ্রবাহ রয়েছে।‘
সারাদেশে মৃদু থেকে মাঝারি আকারের কুয়াশা আচ্ছন্ন ছিল। দিনের বেলা সূর্যের দেখা মিললেও বিকালের পর থেকে শীত অনুভূত হচ্ছে। খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
বুধবার
ঝালকাঠিতে দিনের সর্বনিম্ন
তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস সন্ধায় ১৬ ডিগ্রি থেকে রাতের তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে রুপ নিবে। রাতে চাঁদের আলো অস্পষ্ট
থাকবে। আজ সূর্যাস্ত যাবে ৫:২৪ মিনিটে আর আগমীকাল সূর্যোদয় হবে সকাল ৬:৩৮ মিনিটে।
