১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা’র দেহ রক্তাক্ত করেছে। জাতির পিতা’র নাম বাংলাদেশের ইতিহাস থেকে মুছে ফেলতে চেষ্টা করেছে। কিন্তু ওরা পারেনি। ঘাতকেরা বুঝতে পারেনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্ত ৩২ নম্বর বাড়ির সিঁড়ি বেয়ে-বেয়ে ছড়িয়ে গেছে সারা বাংলাদেশে। জন্ম দিয়েছে কোটি কোটি মুজিবের। কেউ চাইলেই বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা সম্ভব নয়। মুজিববর্ষ উপলক্ষে “হে পিতা” নামক স্মরকগ্রন্থ প্রকাশ করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। বুধবার (২৩ ডিসেম্বর) রাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গ্রহন্থটির মোড়ক উন্মোচনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি নলছিটি ২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু (এমপি) এসব কথা বলেন।
ঝালকাঠি জেলা প্রশাসনের গ্রহন্থটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রবন্ধ, ছড়া, কবিতা ও স্মৃতিচারনমূলক লেখা স্থান পেয়েছে।
রাতভর শ্রদ্ধা-ভালোবাসায় বঙ্গবন্ধুকে স্মরণ করে ঝালকাঠির সর্বস্তরের জনতা। স্বৃতিচারণ আবেগ-অনুভূতির মাধ্যমে জানিয়ে দেয়- ‘হে পিতা, তোমাকে ভালোবাসে বাংলাদেশ। হে জ্যোতির্ময়, তুমি ছিলে, তুমি আছ, তুমি থাকবে।’
ঝালকাঠি
সার্কিট হাউজ মিলনায়তনে জেলা
প্রশাসক মো. জোহর আলীর
সভাপতিত্বে প্রকাশনা উৎসব অনুষ্ঠানে বিশেষ
অতিথি ছিলেন পুলিশ সুপার
ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ
সভাপতি সরদার মো. শাহ
আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট
খান সাইফুল্লাহ পনির।
এছাড়াও
চার উপজেলা পরিষদ চেয়ারম্যান,
পৌর মেয়র, ‘হে পিতা’গ্রহন্থটির সম্পাদক ও অতিরিক্ত জেলা
প্রশাসক মো. আরিফুল ইসলাম,
প্রকাশনা উৎসব অনুষ্ঠানে উর্দ্বতন
কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবিন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
উপস্থিত ছিলেন।